Sunday, March 1, 2015

১।Zbigz/Bytebx কি?
টরেন্ট নাম শুনেছেন তো!না শুনলে কেটে পড়ুন!
টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করতে আলাদা ম্যানেজার লাগে!সেই ম্যানেজারে কোন কিছু ডাউনলোড করতে হলে ডাউনলোডের পাশাপাশি আপলোডও দিতে হয়!যার কারনে ডাউনলোড স্পিড কমে যায় যা খুবই বিরক্তিকর!কিন্তু নতুন মুভি,ফুল সফট সবার আগে টরেন্টেই আপলোড হয়।তাছাড়া অনেক জিনিষই আপনি টরেন্টে পাবেন কিন্তু নরমালি পাবেন না!যেমনঃ ড্রাইবার প্যাক নামের একটা সফটওয়্যার আছে যার সাইজ ৯.৬৭ জিবি এবং এটা অফিশিয়ালি টরেন্টে দেওয়া!এখন আপনি কোনো মানবতাবাদীকে পাবেন না যে এত বড় ফাইল আপনাকে নরমাল সার্ভারে আপলোড করে দিবে!Zbigz/Bytebx এমনই দুইটা সার্ভিস যা টরেন্টকে ডিরেক্ট ফাইলে পরিণত করতে পারে!এতে করে আপনি টরেন্টটিকে আপনার প্রভাইডারের দেয়া ডেডিকেটেড স্পিডে ডাউনলোড করতে পারবেন!
২।Zbigz/Bytebx প্রিমিয়াম আর ফ্রী সার্ভিসের মধ্যে পার্থক্য?
Zbigz.com সাইটে ফ্রীতে মাত্র এক জিবি সাইজের ফাইলকে টরেন্ট টু ডিরেক্ট করতে পারবেন!Bytebx.com এ ও ১ জিবি লিমিট সাথে রেজিস্ট্রেশন ঝামেলা!এর সাথে প্রতি একাউন্টে ও লিমিট এবং স্পিড লিমিট থাকে!
আর প্রিমিয়াম সার্ভিসের স্পীড বা ডাউনলোড কোনো লিমিট নেই!
আর এজন্যই আপনাদের জন্য নিয়ে এলাম Zbigz/Bytebx এর প্রিমিয়াম একাউন্ট!
কিছুদিন আগে রিয়াজ ভাই এরকম দুই-তিনটা সার্ভারের প্রিমিয়াম একাউন্ট পাসওয়ার্ডসহ শেয়ার করেছিলেন!কিছু আবাল বার বার পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকে!আমি যে সিস্টেমে দিচ্ছি সেটাতে পাসওয়ার্ড চেঞ্জ হয়ার কোন উপায় নেই!তাই প্রথে Zbigz দিয়েই শুরু করিঃ
৩।যা যা লাগবেঃ
*গুগল ক্রোম ব্রাউজার
*ক্রোম ব্রাউজারে একটি এড অন।নামঃ Edit This Cookie
এড অন লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/editthiscookie/fngmhnnpilhplaeedifhccceomclgfbg
#গুগল ক্রোম থেকে উপরোক্ত লিঙ্কে গিয়ে Add to Chrome বাটনে ক্লিক করে Pop Up মেসেজ আসবে Allow তে ক্লিক করে এড অন টি ইন্সটল করুন।
Zbigz এর জন্যঃ
১।Zbigz.com এ যান।
২।ব্রাউজারের টপ বারে বিস্কিটের মতো Edit This Cookie এড অনটির আইকন থাকবে-ক্লিক করুন!
৩।একটা পপ আপ উইন্ডো আসবে সেখানে PHPSESSID নামের একটা অপ্সহন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন!মেনুটি মেক্সিমাইজ হবে!
৪।Value অপশনে একটি বক্স পাবেন।বক্সে আগে থেকেই হিজিবিজি লেখা থাকে।সব লেখাগুলো মুছে ফেলুন!
৫।ঐ বক্সে directtech9734577237VIP লিখুন আর চিহ্নে ক্লিকের মাধ্যমে সেইভ করুন।
৬।আবার ঐ অপশনে যান দেখেন লেখা directtech9734577237VIP আছে কি না!থাকলে বক্সের সাইডে লক বাটনে ক্লিক করুন।ঠিক চিহ্নে ক্লিকের মাধ্যমে সেভ করুন।
৭।এখন Zbigz রিলোড দিন দেখবেন Premium is On!
Bytebx এর জন্যঃ
১।bytebx.com/login সাইটে যান!
২।zbigz এর জন্য দেয়া ২,৩,৪ স্টেপগুলো ধারাবাহিকভাবে ফলো করুন!
৩।ঐ বক্সে directtech89992722 লিখুন আর চিহ্নে ক্লিকের মাধ্যমে সেইভ করুন।
৪।আবার ঐ অপশনে যান দেখেন লেখা directtech89992722 আছে কি না!থাকলে বক্সের সাইডে লক বাটনে ক্লিক করুন।ঠিক চিহ্নে ক্লিকের মাধ্যমে সেভ করুন।
৫।পেইজ রিলোড দেন দেখবেন প্রিমিয়াম হয়ে গেছে!

নোটঃ
*এ অনেক সময় নাও আসতে পারে কিংবা Too much login at a time দেখাতে পারে।চিন্তা করবেন না আবার রিলোড দিন ঠিক হয়ে যাবে! 
তারপরও যদি না হয় তাহলে আবার নতুন করে এই সিস্টেমটি ফলো করুন
Zbigz এ কিছু বাগ রয়েছে তাই আমার পরামর্শ Bytebx ব্যাবহার করন।বাগ ফিক্স হলে পোস্টটি আপডেট দিবো।তবে অনেকেরই Zbigz চলছে!!!

Zbigz বাগ ফিক্সডঃ প্রসেস ঠিকমত ফলো করে না হলে পিসি রিস্টার্ট দিয়ে ক্রোম ওপেন করুন!অটোমেটিকেলি হয়ে যাবে!! :)
প্রমাণঃ

এই পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ!! 8-) :lol:

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.