Thursday, February 19, 2015


সালাম ও শুভেচ্ছা নিন ।
আশাকরি ভালো আছেন । খুব ছোট কিন্তু কাজের একটা টিউন করছি ।
আমাদের অনেক সময় পিসি থেকে APK ফাইল (Android App) ডাউনলোড করতে হয় । কিন্তু সাধারণ নিয়মে তো এটা করা যায় না !
একটা ছোট সমাধান পেয়ে গেলাম, বসে পড়লাম শেয়ার করতে ।
যা যা লাগবেঃ
১। Google Chrome ব্রাউজার
২। APK Downloader এক্সটেনশন (93.54KB)
৩। Device ID App

যেভাবে করবেনঃ
১। APK Downloader এক্সটেনশনটি ইন্সটল করে নিন ।
২। chrome://extensions/ লোকেশনে যান । Options এ ক্লিক করুন । ((See Screenshot))
3. নিচের ছবির মত তথ্যগুলো পূরণ করুন ... GSF ID Key পেতে Device ID App ইউজ করুন ।
4. এবার sign in করুন ...
আপনার কাজ শেষ । এবার আপনার পিসির প্লে স্টোর হবে এমন ...
সবক্ষেত্রে কাজ হবে আমি সিউর বলতে পারলাম না ।
কোন সমস্যায় আমাকে কমেন্ট করতে পারেন ।

Wednesday, February 18, 2015


সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।
লগইন করার সময় কমান্ড প্রোম্পট আসেল control userpassword2 লিখে এন্টার করলে ইউজার একাউন্টস আসবে যেখান থেকে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা বা ইউজার তৈরী করা যাবে।
আর nusrmgr.cpl লিখে এন্টার করলে ইউজার একাউন্টস ম্যানেজমেন্ট আসবে এবং lusrmgr.msc লিখে এন্টার করলে লোকাল ইউজারস এন্ড গ্রুপ আসবে যেখান থেকেও ইউজার তৈরী বা পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। এছাড়াও কমান্ড প্রোম্পট শুধূ control লিখে এন্টার করলে ইউজার কনট্রোল প্যানেল খোলবে।
কোন সফটওয়্যার ফুল ভারশন পাওয়ার জন্য আমরা প্রায় গুগল এ সার্চ দেই। বেশিরভাগ সময় আমরা free ............. তারপর সফটওয়্যারটির নাম দিয়ে সার্চ দিই। কিন্তু এতে প্রায় ভালো ফল পাওয়া যায় না। কিন্তু খুব সহজে আমরা গুগল এ সার্চ দিয়ে আমাদের দরকারি সফটওয়্যার টির ক্র্যাক ও কি-জেন সহ নামাতে পারি।
নিয়মটি হল আপনি যে সফটওয়্যারটি চান তার নাম লিখে তারপর একটি স্পেস দিয়ে লিখুন “warez”। অর্থাৎ আপনি যদি winzip সফটওয়্যারটি নামাতে চান তাহলে লিখুন winzip warez। তাহলে আপনি ক্র্যাক সহ winzip পেয়ে যাবেন।
এই নিয়মটি প্রায় ৭০-৮০ ভাগ ক্ষেত্রে কাজ করে। আপনি বেশিরভাগ সময় ১টা torrent file পাবেন। আর মাঝে মাঝে রেপিডশেয়ার এর লিঙ্ক পাবেন। তবে এটি প্রয়োগ করে যদি কিছু না পান তাহলে আমাকে দোষ দেবেন না।
আসসালামু আলাইকুম ... কেমন আছেন সবাই ...
আপনাদেরকে একটি ছোট সফটওয়্যার দিব জা দিয়ে আপনার কম্পিউটারকে খুব সহজে মাত্রিভাষা বাংলায় পরিনত করতে পারবেন ...।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করলেই আপনার কম্পিউটার বাংলা ভাষায় পরিনত হবে ...
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করেন

Android এর মোটামুটি সব Apps ই ব্যবহার করুন আপনার পিসিতে ।

ঠিক যেন স্মার্ট ফোন. Viber, Whats App যে কোন একাউন্ট খোলা, এবং গেমস্ উপভোগ করতে পারবেন।

Android এর মোটামুটি সব Apps ই ব্যবহার করুন আপনার পিসিতে ।
ঠিক যেন স্মার্ট ফোন. Vaibar যে কোন একাউন্ট খোলা, এবং গেমস্ উপভোগ করতে পারবেন।

ডাইরেক্ট ডাউনলোহ লিংক : http://cdn.bluestacks.com/public/beta-1/BlueStacks-SplitInstaller_native.exe
System Requirements : RAM - At least 2 GB
আপনাদের কোন প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। আশা করি হেল্প করতে পারব।

Monday, February 16, 2015


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা অনেকে জরুরী সময় অনেক কিছু স্ক্যান করতে পারি না, পেলেও দোকান অনেক দূর এবং কি দোকান দারকে ও কিছু টাকার বিনিময়ে স্ক্যান করে নিতে হয়। আর নয় হয়রানির শিকার এবার আপনি আপনার Android ফোন দিয়ে স্ক্যানার এর কাজ করুন খুব সহজ ভাবে, এতে করে অনেক সুন্দর হয় স্ক্যান করা কাগজটি আমি নিজেই ট্রাই করে টিউন টি লিখা, আপনিও একবার চেষ্টা করে দেখুন। আর স্ক্যান করে রাখুন আপনার প্রয়োজনীয় জিনিস গুলো কে।
প্রথমে এখান থেকে আপনার Android এর জন্য My Scans Apps টি ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।

এবার + বাটনে ক্লক করুন।

এবার Take Photo এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় স্ক্যান জিনিস টি ক্যাপচার করে নিন।

সুন্দর করে বরাবর ভাবে সাইজ মত করে তুলুন তারপর Use বাটনে ক্লিক করুন,

এবার চারিদিক সমান ভাবে সিলেক্ট করে Done এ ক্লিক করুন।
তাহলে নিচের মত দেখতে পাবেন।

এবার Original বাটনে ক্লিক করুন তারপর Lighten বাড়িয়ে কমিয়ে দিন।
তারপর Share বাটনে ক্লিক করে Gallery তে সেভ করে রাখুন।

আমার টা দ্রুত করতে গিয়ে হয়ত তেমন সুন্দর হয়ে উঠেনিয়, আপনি সঠিক ভাবে করে দেখুন দেখবেন স্ক্যানার এর চেয়ে অনেক সুন্দর স্ক্যান হবে।
ফাইনাল কপি ।

ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
আমার সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
এবার নিচ থেকে App টি নামিয়ে নিন
Download Hi Font Apk
App টি Install করার পর আপনার Sd Card এ zitiguanjia নামের একটা Folder হবে
নিচের স্ক্রিনশট দেখুন...

এবার নিচ থেকে Zip ফাইল টি Download করুন
Zitigunajia.zip
Es File Explorer দিয়ে Zip ফাইল টি Extract করে ভিতরে দেখবেন Droidsans.ttf নামের একটা ফাইল পাবেন। ওই File টি Sd Card এর Zitigunajia Folder এ রাখুন।
এবার Hi Font App টি Open করুন।
নিচের স্ক্রিনশট দেখুন...

এবার Local লেখতে Click করুন।
নিচের স্ক্রিনশট দেখুন...

তারপর নিচের মত Page আসবে।

এবার ওই Page এর ডান দিকে কোনায় দেখুন Custom এ Click করুন। Click করলে নিচের মত Page আসবে।

এবার Droidsans.ttf এ Click করুন। Click করলে নিচের মত Page আসবে।

English এ ( টিক মারুন) & Ok করুন। Ok করলে নিচের মত Page আসবে।

Reboot Now দিন। কাজ শেষ।
নোটঃ নিজ দায়িতে করুন।
এখন থেকে আপনার ফেসবুক, গুগল প্লাস, টুইটার, পিন্টারেস্ট, সাউন্ডক্লাউড, ব্লগ, ইন্সটাগ্রাম এবং অন্যান্য সোস্যাল মিডিয়ার লাইক ,শেয়ার, টুইট রিটুইট, পিন এর জন্য আর কারও হাতে পায়ে ধরতে হবে না, নিজেই ঘরে বসে আনলিমিটেড লাইক ,শেয়ার, টুইট রিটুইট, পিন পাবেন
কিভাবে ব্যবহার করবেন সেটা ডাউনলোড করলেই বুঝতে পারার কথা, তবুও যদি না পারেন তাহলে অফিসিয়াল সাইটে দেখুন,
আফিসিয়াল সাইট লিঙ্ক
গাইড ১
গাইড ২
এবার নিশ্চিন্তে ডাউনলোড করুন
ডাউনলোড লিঙ্ক
ওহ আর একটা কথা এটা ব্যবহার করতে চাইলে আপনার পিসিতে অবশ্যই ফ্লাস প্লেয়ার ইন্সটল করা থাকতে হবে।