Thursday, January 1, 2015

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় খুবই সহজ একটি পদ্ধতিতে। এজন্য প্রথমে এই লিংক থেকে RecFree টুলবারটি নামিয়ে নিন এবং সেটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
recfreetool.JPG
এরপর ব্রাউজার খুলে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন এবং টুলবারের Save As Video বাটনটিতে ক্লিক করুন। তারপর কোথায় সেভ করতে চান তা নির্ধারন করে দিলে ভিডিওটি MP4 ফরম্যাটে ডাউনলোড হবে। টুলবারটি দিয়ে MP4 এর পাশাপাশি MP3 ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন। এটি IE, Firefox দুটিই সমর্থন করে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.