যাই হোক, আমি এখন কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রাউজিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেটা জানাবো যদিও মজিলাতে ব্রাউজিং করাটা সবার পছন্দ হওয়াতে ইন্টারনেট এক্সপ্লোরারে ব্রাউজিং বর্তমানে অনেক কমে এসেছে। কিন্তু যারা এখনও ইন্টারনেট এক্সপ্লোরারকে কিছুটা হলেও মনে রেখেছেন তাদের জন্য-
প্রথমে Run এ গিয়ে Enter চাপুনএরপর Regedit লিখে ok দিন।
HKEY_CURRENT_USER এ ডবল ক্লিক করুন
পর্যায়ক্রমে এভাবে Software---->Microsoft---->Windows---->Current version---->Internet Settings সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ডানদিকে অপশন পাবেন
ডানদিকে সবার উপরে Default এ ডবল ক্লিক করুন এরপর Value 10 বসিয়ে ok দিন
এখন ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPerServer লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।এর উপর আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6 বসিয়ে ok দিন।
একইভাবে আবার ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPer1_0Server
লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6 বসিয়ে ok দিন।
ইন্টারনেট এক্সপ্লোরার রিস্টার্ট দিয়ে চালু করুন ,উইনন্ডোজও রিস্টার্ট দিলে ভালো হয় । বাউজিং স্পিড অনেক বেড়ে যাবে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.