Tuesday, December 30, 2014

যাই হোক, আমি এখন কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রাউজিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেটা জানাবো যদিও মজিলাতে ব্রাউজিং করাটা সবার পছন্দ হওয়াতে ইন্টারনেট এক্সপ্লোরারে ব্রাউজিং বর্তমানে অনেক কমে এসেছে। কিন্তু যারা এখনও ইন্টারনেট এক্সপ্লোরারকে কিছুটা হলেও মনে রেখেছেন তাদের জন্য-

প্রথমে  Run এ গিয়ে Enter চাপুন

এরপর Regedit লিখে ok দিন।

HKEY_CURRENT_USER এ ডবল ক্লিক করুন

পর্যায়ক্রমে এভাবে Software---->Microsoft---->Windows---->Current version---->Internet Settings সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ডানদিকে অপশন পাবেন

ডানদিকে সবার উপরে Default এ ডবল ক্লিক করুন এরপর  Value 10 বসিয়ে ok দিন

এখন  ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPerServer লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।এর উপর আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6  বসিয়ে ok দিন।
একইভাবে আবার  ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPer1_0Server
লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6  বসিয়ে ok দিন।

ইন্টারনেট এক্সপ্লোরার রিস্টার্ট দিয়ে চালু করুন ,উইনন্ডোজও রিস্টার্ট দিলে ভালো হয় । বাউজিং স্পিড অনেক বেড়ে যাবে।
হ্যালো  c++ প্রেমি  বন্ধুরা !
কেমন আছো তোমরা সবাই ?
আজ তোমাদের শেখাবো কিভাবে  c++ দিএ  একটা সুন্দর প্রোগ্রাম তৈরি করা জায়।
যা ব্যবহার করা যাবে প্রতিদিনের কর্মচারীদের বেতন হিসাব করার সুন্দর calculator হিসেবে।
তাহলে চল তৈরি করে ফেলি ।
#include<iostream>
using namespace std;
int main()
{
    float hours,rate,pay;
    cout<<"how many hours did you work?"<<endl;
    cin>> hours;
    cout<<"how much did you take take per hours?"<<endl;
    cin>> rate;
    pay= rate*hours;
    cout<<"you got some money"<<"\n\n";
    cout<<"you earned :"<<pay<<"\t"<<"dollars"<<"\n\n"<<" lets try to work again "<<"\n"<<"then you will get some money"<<endl;
    cout<<" \n\n\n"<<"thank you for working today   :)  "<<"\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n";
    system ("pause");
    return ০;
}
code টি কম্পাইল শেষে ওপেন করে হিসান করো খুব সহজেই ।
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ।



Saturday, December 27, 2014

IT Zone: সবাই কে অনেক অনেক সুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার...

IT Zone: সবাই কে অনেক অনেক সুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার...: সবাই কে অনেক অনেক সুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের টিউন করছি । আপনাদের জন্য আজকে কি ভাবে আপ্নারা আপনাদের ব্লগার ব্লগ এ ফেসবুক ফ্যান ...
সবাই কে অনেক অনেক সুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের টিউন করছি । আপনাদের জন্য আজকে কি ভাবে আপ্নারা আপনাদের ব্লগার ব্লগ এ ফেসবুক ফ্যান পেজ যোগ করবেন তা বলব । অনেকেই জানেন কিভাবে ইহা করতে হয় তবুও যারা জানেন না তাদের জন্ন্য আজকের পোস্ট ।
ফেসবুক বাটন কোড
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=standard&amp;show_faces=false&amp;width=100&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:450px; height:40px;'/>
</b:if>


প্রথমে আপনার ব্লগার ব্লগ এ লগিন করেন । তারপর ডিসাইন থেকে এডিট HTML এ ক্লিক করুন । তারপর Expand Widget এ ক্লিক করেন ।
তারপর এই কোড টি খুজুন ।
<div class='post-header-line-1'/>
এবং তারপর উপরের বাটন কোড টি পেস্ট করুন ।
যদি আপনার টেমপ্লেট এ এ কোড টি না থাকে চিন্তার কিছু নাই আপনি এই কোড টি খুজুন ।
<data:post.body/
আগে এবং তার আগে উপরের বাটন কোড টি পেস্ট করুন ।
তারপর Save Template এ ক্লিক করুন ।
আপনার হোম পেজে আনার জন্য নিচের কোড দুটি মুছে দিন ।
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
</b:if>


সবাইকে অনেক অনেক ধন্ন্যবাদ ।

Freelancing কি?
Freelancing হচ্ছে এমন একটি কাজ যা কোন ব্যাক্তি ইন্টারনেটের মাধ্যমে কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে করে থাকে।তবে এটা কোন ধরা বাধা নিয়মের মাফিক নয় যে তাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত করতে হবে।এই ধরনের চুক্তি সাধারনত দিন বা কাজ মাফিক হয়ে থাকে।যারা এই ধরনের কাজ করে থাকে তাদের ফ্রিল্যান্সার( Freelancer) বলে।আপনার যদি কম্পিউটা্রের সাথে ইন্টারনেট কানেকশন থাকে আর যদি থাকে Web design,Data Entry,Website making,3d design বা অনলাইনের কোন কাজের দক্ষতা তাহলে আপনিও হয়ে যেতে পারেন একজন Freelancer আজ থেকে।চাইলে শুধু লেখা-লেখির কাজ করে আয় করতে পারেন মাসে কয়েকশ ডলার।যদি চান তাহলে আপনিও তৈরি করতে পারেন অন্যর জন্য কর্ম সংস্থান।
Freelancing কাজের পদ্ধতিঃ
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে।যেখান থেকে আপনি পেতে পারেন Freelancing এর কাজ।এদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস(Freelancing Marketplace) বলে।এই ওয়েবসাইট গুলোতে যারা কাজ করার জন্য জমা দেয় তাদের buyer বা client বলে।যারা এই কাজ গুলো করে থাকে তাদের বলে Freelancerপ্রথমে আপনাকে এই ওয়েবসাইট গুলোতে রেজিস্ট্রেশন করতে হবে।মনে রাখবেন,এক IP থেকে একবারই রেজিস্ট্রেশন করা যায়।তারপর আপনাকে আপনার পছন্দমত যে কোন কাজ বেছে নিয়ে Bid করতে হবে।এটা একটা অতি গুরুত্বপুর্ন জিনিস ফ্রিল্যান্সারদের জন্য।আপনি যত কম ডলারে ও কম সময়ে কাজটি করার ব্যাপারে বিড(BID) করবেন,আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি।তাই সেক্ষেত্রে ভালো ভাবে বুঝে বিড করবেন।প্রথমে কাজ পাওয়া একটু কষ্টকর।দু’একবার কাজ পেলে যখন র‌্যাঙ্ক বারে তখন কাজ পাওয়া সহজ হয়।এখন,আপনি যখন কোন কাজ বায়ার এর কাছ থেকে পবেন তখন আপনাকে Bid করা ওই নির্দিস্ট সময়ের মধ্য কাজটি সম্পন্ন করতে হবে।আপনার কাজ করার সময় Escrow নামক একটি একাউন্টে ডলার জমা থাকে যা শুধু আপনি কাজ শেষ হলেই তুলতে পারবেন।আপনি চাইলে credit card বা চেক এর মাধ্যমে টাকা দেশে আনতে ও তুলতে পারবেন।
কোথায় পাবেন?
Freelancing এর কাজের জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট www.getafreelancer.com. তবে প্রথমে কাজ পাওয়া একটু কষ্ট হয়ে যাবে।তবে আপনি লেগে থাকলে নিশ্চই পাবে।নিচে কয়েকটি Freelancing কাজের জন্য ওয়েবসাইট এর নাম দেয়া হল।

Friday, December 26, 2014


আসসালামু আলাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি? মাস্টার্সের থিসিস নিয়ে অনেক ব্যস্ত আছি, বলা চলে দৌড়ের উপর। তারপর ও আজকে হঠাত করে কিছ সময় পেয়ে গেলাম। ভাবলাম একটা টিউন করে ফেললে কেমন হয়? তাই টি টি তে আবার আসা.........................................
Winstep Xtreme কি? আমার মনে হয় না বললেও চলতো । টি টি তে ও এটি নিয়ে  দু-একটা টিউন হয়েছে। দেখে নিন আরো একটি টিউন। আশা করি আপনারা Winstep Xtreme কি এই দুটি টিউন থেকে বুঝে ফেলেছেন। এক কথায় বললে, একটি Desktop enhancement Utility যা আপনাকে দিবে সম্পুর্ন customizationসুবিধা এবং থিমের মাধ্যমে একটি মনোমুগ্ধকর ডেস্কটপ ভিউ। তাই আমি ফিচার (সিস্টেম এর সাথে full integration, পাওয়ারফুল Nextstart menu system, drag & drop এর মাধ্যমে নিজস্ব মেনু তৈরী করা ইত্যাদি আরো অনেক ) সম্পর্কে বিস্তারিত লিখলাম না (সবাই নিজগুনে ক্ষমা করবেন)
আরো জানতে ক্লিক করুন Winstep Xtreme   মেইন সাইটে
জানি, আপনি বলবেন তাহলে কেনো আর টিউন করা???
হ্যা, আমি যে টিউন গুলো দেখেছি সেগুলোতে  সফটওয়্যার টির feature সহ ট্রায়াল ভার্সন (৩০ দিন) দেয়া আছে । এটি Shareware সফটওয়্যার এবং ডেইট এক্সপায়ার্ড হয়ে গেলে পুরোপুরি uninstall করতে হয়.  কোন টিউনেই ফুল ভার্সন আমি খুজে পাইনি, তাই আমার সফটওয়্যার টি শেয়ার করা। এটি XP তে ও সাপোর্ট করবে।
কিছু  স্থির চিত্র (আপলোড হচ্ছেনা এখন, ইনশাআল্লাহ পরে আপলোড করবো)


তারপর ও বলছি এ জন্য যে সফটওয়ার টির ইউজার ইন্টারফেস অসাধারণ! আপনার কম্পু কে একটি সুন্দর ও রুচিশীল করে তুলতে এই সফটওয়্যার এর জুড়ি নেই।
আর আপনার কাজ (Application & documents)গুলো ও   সাজিয়ে রাখবে আদর্শ গৃহিণীর মত। আদর্শ গৃহিণী পেতে হলে বাংলার বহুল প্রচলিত গল্প "বাসর রাতেই বিড়াল মারা" জানতে হবে"। জানা দরকার বিড়াল মারার কৌশল। হয়তো, আপনি বলবেন, বাসর রাতে বিড়াল মারার সাথে এই Winstep Xtreme ব্যাটার সম্পর্ক কি? আরে ভাই, আমি তো বলবো সে এক গভীর সম্পর্ক। কম্পু কে সাজিয়ে তুলতে তো Winstep key  দরকার। তাই key টাকেই ধরে নিন আদর্শ গিন্নি হিসেবে।
তাই key সহ ডাউনলোড করে নিন
কিভাবে key install করতে হবে
ডাউনলোড কৃত ফোল্ডারের মাঝে xtreme নামে একটি ফাইল আছে। আপনি সেটা C:\Users\Public\Documents\Winstep\Licenses folder এ কপি করুন।
তারপর register অপশনে অপেন ফোল্ডার নামে একটি বক্স আছে। সেখানে ক্লিক করে C:\Users\Public\Documents\Winstep\Licenses>Xtreme ফাইল টি দেখিয়ে দিন। ক্লিক করুন Click to register. ব্যস হয়ে গেলো।

About এর ডান পাশে register লেখা ছিলো। কী ঢুকানোর পর তা ও উধাও!!

নোটঃ কখনোই আপডেট দিতে যাবেন না
webpagemaker.jpg
মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট। বিশ্বাষ হচ্ছে না। শুধু তাই নয় সেই সাইটে রাখুন ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকা। এমনিক জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট।
ভাবছেন কিভাবে। তাহলে এবার বলি, প্রথমেই এখান থেকে ওয়েবেপজমেকার নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন। ইনস্টল করার পরই দেখবেন জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট ব্যাবহার করার অপশন রয়েছে। যা ব্যাবহার করার জন্য মনে হয় না আমাকে কিছু বলতে হবে। ব্যাস ডিজাইন করে ফেলুন একটি ওয়েব সাইটের। আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে তাহলে এর Publish অপশন থেকে সরাসরি Publish করতে পারেন। কিন্তু ডোমেইন না থাকাটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে কি করবেন বলছি তাও।
এতক্ষণ যা ডিজাইন করা হল তাতো একটি ডিজাইন কিন্তু এতে যে ধরনের এফেক্ট ব্যাবহার করা হয়েছে তাতো বেশ কয়কটি ল্যাংগুয়েজের সমাহার। আর সেই প্রোগামটি পেতে File থেকে Export to HTML এ ক্লিক করে এর HTML ভাসর্নটি সেভ করুন। আর ওয়েব পেজ মেকারেও .wss ফরমেটের ফাইলটি সেভ করে রাখুন।
এবার এখানে ক্লিক করুন। যে সাইটটি ওপেন হল তারা ফ্রী সাব ডোমেইন দেয়। তবে সাব ডোমেইন (যেমন my1.ru, do.am, at.ua, vo.uz ইত্যাদি) হলেও খুবই সংক্ষিপ্ত হওয়ায় সাব ডোমেইন গুলোও বেশ ভালোই।
এখানে পছন্দমত নাম দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আর এপর লগইন করার পর এই সাইট থেকেই ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকার অপশন গুলো থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিন। এরপর আপনার ডিজাইন করা পেজটি যে কোন এফ.টি.পি. সফটওয়্যার এর মাধ্যমে এখানে আপলোড করুন বা ওয়েব পেজ মেকারে থাকা .wss ফরমেটের ফাইলটি ওপেন করে File থেকে Publish অপশনে গিয়ে New তে ক্লিক করে যে নতুন উইন্ডো ওপেন হবে সখানে আপনার সাইটের তথ্যগুলো প্রবেশ করান তারপর OK করে এসে Publish বাটনে ক্লিক করুন।
16.JPG
এবার Publish হয়ে গেলে আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেভ করে log out করে বেরিয়ে আসুন আর সাইটটি visit করে দেখুন এবার। আরো বিস্তারিত জানতে বা এর মাধ্যমে আসলেই আমি যেমন বলেছি তেমন সাইট তৈরী করা যায় কিনা পরখ করতে আমার সাইটটি ভিজিট করতে পারেন।
আসসালাম আলাকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । আজ আপনাদেরকে এনড্রয়েড মোবাইলের কিছু গুরত্বপূর্ন কোড সংগ্রহ করে দিলাম হয়ত আপনাদের ভোলা লাগবে আর কিছু ‍দিন পরে আমার পরিক্ষার ফলাফল দিবে সবাই আমার জন্য দোয়া করবেন ।
ঝটপট  দেখে নিন এনড্রয়েড  এর  গুরত্বপূর্ন কোড গুলো::
(1) Shows Wi-Fi MAC address:
  •  Just Dial *#*#232338#*#*
(2) Bluetooth test:
  •  Just Dial*#*#232331#*#*
(3) Shows Bluetooth address:
  • Just Dial *#*#232337#*#
(4) LCD test:
  •  Just Dial*#*#0*#*#*
(5) Vibration & Back Light test:
  •  Just Dial *#*#0842#*#*
(6) Touch screen version:
  • Just Dial *#*#2663#*#*
(7) Touch screen test:
  •  Just Dial*#*#2664#*#*
(8) Proximity sensor test:
  • Just Dial *#*#0588#*#*
(9) RAM version:
  • Just Dial *#*#3264#*#*
(10) Android Phone GTalk lanuch:
  • Just Dial *#*#8255#*#*
(11) PDA, Phone, CSC, Build Time,Change list number:
  • Just Dial*#*#44336#*#*
(12) Android Phone Reset:
  •  JustDial *#*#7780#*#*
(13) Android Phone Backup:
  •  Just Dial *#*#273283*255* ­663282*#*#*
  •  This code opens a file copy screen where you can backup your media files
(14)Android Phone Information:
  • Just Dial *#*#4636#*#*
  • You can use this code to get some information about your phone and battery.
  • It shows phone information, Battery information, Battery history, & Usage statistics.
(15) Android Phone Service mode:
  • Just Dial *#*#197328640#* ­#*
  • You can use this code to enter into Service mode
  • You can run various tests and change settings in the service mode.
(16) Android Phone Camera Information:
  • Just Dial *#*#34971539#*#*
  • You can use this code to get information about the camera.
  • It shows following 4 menus.
  • Update camera firmware in image, Update camera firmware in SD card, Get camera firmware version and Get firmware update count.
  • WARNING: Never use the first option (Update camera firmware in image) otherwise your camera will stop working and you’ll need to take your phone to service center to reinstall camera firmware
(17) Android Phone Factory Format:
  •  Just Dial *2767*3855#
  • This code is used for factory format, which will delete all files and settings, including the internal memory storage. It’ll also re install the firmware.
  •  You can use this code to reset your Android phone back to factory data.
  •  It’ll remove following things: Google account settings stored in your phone, System and application data and settings, Downloaded applications.

Sunday, December 14, 2014

এই টিউন থেকে কারো ক্ষতি হলে আমি কিংবা টেকটিউনস কেউ দায়ী থাকবে না

সবাই কি ভাল আছেন?আমি ভাল।যাই হক টিউনের মুল বিষয়ে যাই।
হ্যাকিং!শব্দটা শুনলেই মনে হয় কে জানি আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলল।আজকাল সব জায়গায় দেখবেন "হ্যাকার" আভাইলেবেল।তারা হ্যাকার কিনা বললেই বিরাট ভাব নিবে।আর এ সম্পর্কে জিজ্ঞেস করলে কি হাউমাউ করে কথা বলবে কিচ্ছু বুঝবেন না।আবার বিশেষ এক ধরনের "হ্যাকার"দের পাবেন যাদের কাজ খালি বলে বেড়ানো,"আমি অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছি।তমুক আমাকে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করতে বলছে।আর আমি করে দিছি।"আমি সিউর আপনি যদি কোন হ্যাকারের সঙ্গে দেখা করেন তবে বেশিরভাগই এ রকম বলবে।মোটামুটি সবার ধারনা এরকম যে ফেসবুক,ইমেইল এর পাসওয়ার্ড বের করাই হ্যাকিং।আপনিও তাই মনে করেন,ঠিক না?কিন্তু হ্যাকিং আসলে কি?
কারো অনুমতি ছাড়া কোন প্রোডাক্ট অবৈধভাবে ব্যবহার করাই হ্যাকিং।
কি শুনে অবাক হয়ে গেলেন 8-O তাই না?অবাক হওয়ার কিছু নাই।আসলে আমরা বাঙ্গালিরা কোন কিছুকে পেলে কিভাবে নিজের কাজে ব্যবহার করব তাঁর ঠিক নাই।তবে আপনি কি জানেন হ্যাকিং কেন শিখে?
হ্যাকিং এর আসল উদ্দেশ্য হল নিজেকে অন্য মানুষের কবলে পড়া হতে রক্ষা করা এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া।
পুরাই টাসকি খাইলেন নাকি?আরে আমিতো শুনছি হ্যাকিং শিখে মানুষ অন্যদের ক্ষতি করার জন্য।আপনি একই সাথে ঠিক এবং ভুল কথা বলেছেন।কেমনে ভাই?তাঁর আগে দেখেন হ্যাকারদের প্রকারভেদ

হোয়াইট হ্যাটঃ
হ্যাকারদের হ্যাট দিয়ে গণ্য করা হয়।এই সাদা টুপির হ্যাকাররা হল সবচে সৎ হ্যাকার।সিস্টেম এর কোন সমস্যা খুঁজে পেলে এরা দ্রুত সিস্টেমের মালিককে জানায়।এ রকম হ্যাকাররা নানারকম অফিস,ব্যাংক,ওয়েব সাইটের সিকিউরিটির চাকরি করে।
ব্ল্যাক হ্যাটঃ
আমরা যে খারাপ হ্যাকারদের চিনি তারা হলেন ব্ল্যাক হ্যাট হ্যাকার।এরা সিস্টেমের কোন সমস্যা খুজে পেলে দ্রুত সেই ক্রুটি থেকে সিস্টেমটি নষ্ট করে বা অকেজো করে দেয় বা নিজের কাজে ব্যবহার করে।এদের সবাই ভয় পায়।(যেমন আমি)
গ্রে হ্যাটঃ
এরা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের মাঝের জন।অনেকটা এরশাদের মতো :-D ।এরা ইচ্ছা করলে সমস্যাটা মালিককে জানাতে পারে আবার নিজের কাজেও ব্যবহার করতে পারে।
Bangladesh in Hacking:
এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু হ্যাকিং টিম যেমন BBHH,cyb3r sword,bangladesh cyber army টিমগুলা ভাল অবস্থানে আছে।এইসব টিমের সকল মেম্বারদের লক্ষ্য নিজের দেশের ওয়েব সাইটের নিরাপত্তা জোরদার করা।এই টিমগুলা আমার কাছে হেভি টিম মনে হয়।
আমি আসছি হ্যাকিং শিখতে আর এই পোলা কি আবল তাবল বকতাছে
এরকম মনভাব মনে হয় বেশিরভাগের এই অবস্থা।ভাই,আপনি কি জানেন হ্যাকিং শিখা খুব সহজ না।এর জন্য সবার আগে প্রয়োজন হয় ধৈর্য।এটাই নাই তাহলে শিখবেন কি?আচ্ছা যান এখন বলি হ্যাকিং শিখতে কি কি লাগে
১।ইন্টারনেট কানেকশন সহ পিসি(এই জিনিশ না থাকলে শিখবেন কি?)
২।প্রচুর সময় এবং ধৈর্য
৩।শেখার আগ্রহ এবং অন্যদেরকে সহযোগিতার মনভাব
৪।কম্পু নিয়ে নানা এক্সপেরিএন্স এবং কম্পুর নানা জিনিস নিয়ে টিপাটিপি করা :-D
৫।যেকোনো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারনা থাকা(প্রোগ্রামিং সম্পর্কে জানতে হলে টেকটিউন্সের আগের পোস্টগুলা দেখতে পারেন বা গুগলরে জিগাইতে পারেন)
৬।ইংলিশ জানা
৭।যথেষ্ট হইসে আর না
(স্কুলে পড়ছ যারা তাঁদের বলছি তোমরা এসবে সময় নষ্ট না করে নিজের পড়াশুনা কর)
এবার শুনেন কিভাবে হ্যাকিং শিখবেন।আপনাকে হ্যাকিং এর নানা টপিক শিখার জন্য গুগল মামাকে এই বিষয়গুলা আপাতত জিজ্ঞেস করতে পারেন
SQL injection
Dictionary AttackFishing
Cookie Eviction
HTTP Parameter Pollution
Cookie Poisoning
Bruteforce Attack
URL Hijacking
(এছাড়া আরও অনেক পদ্ধতি আছে যেগুলা আপাতত মনে আসছে না।ব্যাপার না!যেইগুলা দিলাম সেইগুলা শিখেন,কাজে দিবে)
দরকারি ওয়েব সাইট
http://www.criticalsecurity.net/
http://www.elite-hackers.com/
http://www.hackers.nl/
http://www.duniapassword.com/
http://www.ethicalhacker.net/
https://www.hackthissite.org/
{আহম। আমি এখনো শিখছি তাই আবার কেউ আবদার করিয়েন না আমাকে হ্যাকিং শিখান}
আর এইগুলা শিখতে আলসেমি লাগছে?তাহলে একটু কষ্ট করে টেকটিউনস এর টিউন বিভাগে হ্যাকিং বিভাগটাতে ক্লিক করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করে দিন।আর হ্যাঁ,হ্যাকিং শুরু করার আগে নিজের Mac Address,Ip Address বদলাতে ভুলবেন না।(এ বিষয়ে অনেক টিউন আছে সেইগুলা খুজেঁন :-D )
সতর্কতাঃঅনেক softwear পাবেন যেগুলা বলবে ফ্রি হ্যাকার সফটওয়ার।ভুলেউ এগুলা ইউজ করবেন না।এগুলা ইউজ করলে নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়।
আর কি বলবো?ঠিক আছে এখন থেকে শুরু করেন হ্যাকিং।আর সমস্যা হলে সমাধান আছে এইতা মনে রাখবেন।
(আমি জানি কোন কোন লুইচ্ছা এই পোস্টটা কপি করবে।লুইচ্চারা এই পোস্ট কপি করলে at least আমার নামটা দিও।)
আজকের মতো বিদায়।পরে আরও কিছু নিশ্চয়ই আনব।

আপনার 2gb মেমোরি কার্ড কে 4gb তে রুপান্তর করুন এখনি,১০০% working

111
 টাইটেল দেখে বিশ্বাস হচ্ছেনা।হে এটা সত্যি যে আপনি আপনার ২ জিবি মেমোরি কার্ড কে ৪ জিবি তে রুপান্তর করতে পারবেন।
মনে রাখবেন এটি শুধু ২ জিবি মেমোরি কার্ড এর বেলায় কাজ করবে।আর এর জন্য আপনাকে মাত্র ৩৩ কেবির একটি
সফটওয়্যার ডাউনলোড করতে হবে।ডাউনলোড করতে নিছের লিঙ্ক এ ক্লিক করুন।
ডাউনলোড১
সরাসরি লিঙ্ক সাপোর্ট করতেসেনা,তাই অন্ন ভাবে দিলাম কিছু মনে করবেনা।
ডাউনলোড করার পর ফাইল গুল extract করুন ।এরপর নিছের ফাইল গুলর মতো পাবেন
ওইখান থেকে প্রথমে ১ নাম্বার পরে ২ নাম্বার রান করান ।স্ক্রীন শর্ট দেখুন।

২ নাম্বার ফাইল টি রান করলে নিছের মতো আসবে ।

এখানে আপনার মেমোরি কার্ড এর ড্রাইভ লেটার টাইপ করুন ।না বুজলে নিছের পিক টা দেখেন।

এখানে আমার মেমোরি কার্ড ড্রাইভ লেটার হচ্ছে v ।তাহলে আপনাকে টাইপ করতে হবে v এরপর enter দিন
এরপর নিছের মতো আসলে সেখানেও ড্রাইভ লেটার দিয়ে enter দিন।আমার ড্রাইভ লেটার v তাই আমি
v দিয়ে enter দিলাম

এরপর আবার ড্রাইভ লেটার দিয়ে enter দিন ।

এরপর wait করুন আর দেখুন ।নিছের মতো আসলে আপনার কাজ শেষ ।

এবার আপনার ড্রাইভ চেক করুন আর দেখুন আপনার ২ জিবি এখন ৪ জিবি হয়ে গেসে ।আমার টাও হয়েসে ।নিছে দেখুন

এতে মেমোরির কোন প্রকার সমস্যা হবেনা। এটি উইন্ডোজ ৭ try করা । xp তে আপ্নারা try করতে পারেন।

Saturday, December 13, 2014




খুব সহজে কোনও সফটওয়্যার ছাড়াই
কম্পিউটার এর গতি বাড়ানো যাই শুধু
নোটপ্যাড এবং হতে হবে উইন্ডোজ চালিত
কম্পিউটার। নোটপ্যাড খুলুন লিখুন mystring=
(80000000) , ফাইলটি ডেস্কটপে সেভ করুন
ram.vbe নামে।
এবার Start এর Run এ গিয়ে regedit
লিখে Enter চাপুন । এবার
HKEY_CURRENT_USER এর Control Panel এ
Double Click করে এর Desktop-এ Single Click
করুন। এবার ডান পাশে Desktop এর Registry
গুলো দেখতে পাবেন। সেখান
থেকে MenuShowDelay খুজে বের করে নিন
এবং Double Click করুন। এবার এর String Editor
আসবে। সাধারনত এর Value দেয়া থাকে 400 ।
সেখান থেকে Value পরিবর্তন করে ০ শুন্য
করে ok দিন। এবার File এ যেয়ে Exit দিন।
কম্পিউটার টি Restart দিন। কম্পিউটার
টি চালু হলে ডেক্সটপ থেকে ram.vbe
ফাইলটিতে Double Click করুন। এটি Background
এ কাজকরে, তাই Double Click করলে ই
এটি কাজ শুরু করবে, আলাদা ভাবে আর কিছু
ওপেন হবেনা। আপনি ram.vbe
ফাইলটিকে Startup এ রেখে দিতে পারেন।
ফলে প্রতিবার কম্পিউটার চালু হলে ফাইল
টি চালু হয়ে যাবে। ফাইল টি Hide
করে রাখতে পারেন।
এবার Start Manu বা যে কোনও Menu
তে যেয়ে দেখুন আগের থেকে অনেক দ্রুত
কাজ করবে।
বুঝতে কোনও সমস্যা হলে বা মতামত
জানাতে comment করুন।

Saturday, December 6, 2014

Create Your Password Protected Folder

Before you get started you need to create a folder that will house your password protected folder, this is just an ordinary folder and can be located anywhere and named anything.
image
Navigate into your newly created folder and create a new Text Document. This can easily be done from the context menu.
image
Open the document, now paste the following code into the contents of the document:
cls 
@ECHO OFF 
title Folder Private 
if EXIST "HTG Locker" goto UNLOCK 
if NOT EXIST Private goto MDLOCKER 
:CONFIRM 
echo Are you sure you want to lock the folder(Y/N) 
set/p "cho=>" 
if %cho%==Y goto LOCK 
if %cho%==y goto LOCK 
if %cho%==n goto END 
if %cho%==N goto END 
echo Invalid choice. 
goto CONFIRM 
:LOCK 
ren Private "HTG Locker" 
attrib +h +s "HTG Locker" 
echo Folder locked 
goto End 
:UNLOCK 
echo Enter password to unlock folder 
set/p "pass=>" 
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL 
attrib -h -s "HTG Locker" 
ren "HTG Locker" Private 
echo Folder Unlocked successfully 
goto End 
:FAIL 
echo Invalid password 
goto end 
:MDLOCKER 
md Private 
echo Private created successfully 
goto End 
:End
Change the PASSWORD_GOES_HERE text to the password you want to set. Now go ahead and save the file as locker.bat.
image
Once the file is saved as a batch file you can delete the original text file.
image
Now run your batch file by double clicking on it–the first time you run it, it will create a folder called Private. This is where you can store all your secret things. When you have finished adding all your stuff to the Private folder, run locker.bat again.
image
This time you will be asked if you sure that you want to lock the folder, press the “Y” key and hit enter to lock your folder.
image
You will see that your Private folder quickly disappears.
image
If you run the script yet again, you will prompted for a password.
image
If you enter the same password as you set in the script the Private folder will reappear if you enter the incorrect password the script will just Terminate.

How to See the Files Again

Most people don’t know how to show system files, but anybody who has some experience will probably be able to quickly figure it out in the Folder Options. To see the files again, all you have to do is uncheck the boxes for “Show hidden files, folders, and drives” and uncheck the box for “Hide protected operating system files”.

But any ordinary user who unchecks the box will most probably be scared off by the warning message that appears.

The second way someone could comprise the folder is to open the batch file and read your password. It’s definitely not a really secure way to hide your files, but it is fun.
Attribution note: We found this script on dozens of different web sites going back many years. We have no idea who first created the script, so we’ve omitted any sort of attribution link. If you do have proof that you first created the script, contact us and we’ll adjust the article accordingly.

If You Forget Your Password

Seems like once a week somebody writes in asking how to figure out the password they set. And the answer is really simple: Right-click on the locker.bat file and choose Edit.

Then you can see the password you set in the file.

Tuesday, December 2, 2014

Binary math

Question 1


Counting practice: count from zero to thirty-one in binary, octal, and hexadecimal:



No answers given here - compare with your classmates!
Notes:
In order to familiarize students with these ßtrange" numeration systems, I like to begin each day of digital circuit instruction with counting practice. Students need to be fluent in these numeration systems by the time they are finished studying digital circuits!
One suggestion I give to students to help them see patterns in the count sequences is "pad" the numbers with leading zeroes so that all numbers have the same number of characters. For example, instead of writing "10" for the binary number two, write "00010". This way, the patterns of character cycling (especially binary, where each successively higher-valued bit has half the frequency of the one before it) become more evident to see.

Question 2


Add the following binary numbers:





Notes:
Ask your students to describe what differences exist between manually adding binary numbers and manually adding decimal numbers, if any.

Question 3


If the numbers sixteen and nine are added in binary form, will the answer be any different than if the same quantities are added in decimal form? Explain.

No. The form of numeration used to represent numbers has no bearing on the outcome of mathematical operations.
Notes:
Although this may seem like a trivial question, I've met electronics technicians who actually believed that the form of numeration affected the outcome of certain mathematical operations. In particular, I met one fellow who believed the number π was fundamentally different in binary form than it was in decimal form: that a binary "pi" was not the same quantity as a decimal "pi". I challenged his belief by applying some Socratic irony:
Me: How do you use a hand calculator to determine the circumference of a circle, given its diameter? For example, a circle with a diameter of 5 feet has a circumference of . . . Him: By multiplying the diameter times "pi". 5 feet times "pi" is a little over 15 feet. Me: Does a calculator give you the correct answer? Him: Of course it does. Me: Does an electronic calculator use decimal numbers, internally, to do math? Him: No, it uses binary numbers, because its circuitry is made up of logic gates . . . (long pause) . . . Oh, now I see! If the type of number system mattered in doing math, digital computers and calculators would arrive at different answers for arithmetic problems than we would doing the math by hand!
Of course, those familiar with computer programming and numerical analysis understand that digital computers can introduce ärtifacts" into computed results that are not mathematically correct. However, this is not due to their use of binary numeration so much as it is limited word-widths (leading to overflow conditions), algorithmic problems converting floating-point to integer and visa-versa, and such.

Question 4


What is the one's complement of a binary number? If you had to describe this principle to someone who just learned what binary numbers are, what would you say?
Determine the one's complement for the following binary numbers:

100010102
110101112
111100112
111111112
111112
000000002
000002



100010102: One's complement = 011101012
110101112: One's complement = 001010002
111100112: One's complement = 000011002
111111112: One's complement = 000000002
111112: One's complement = 000002
000000002: One's complement = 111111112
000002: One's complement = 111112

Follow-up question: is the one's complement 111111112 identical to the one's complement of 111112? How about the one's complements of 000000002 and 000002? Explain.
Notes:
The principle of a öne's complement" is very, very simple. Don't give your students any hints at all concerning the technique for finding a one's complement. Rather, let them research it and present it to you on their own!
Be sure to discuss the follow-up question, concerning the one's complement of different-width binary numbers. There is a very important lesson to be learned here!

Question 5


Determine the two's complement of the binary number 011001012. Explain how you did the conversion, step by step.
Next, determine the two's complement representation of the quantity five for a digital system where all numbers are represented by four bits, and also for a digital system where all numbers are represented by eight bits (one byte). Identify the difference that "word length" (the number of bits allocated to represent quantities in a particular digital system) makes in determining the two's complement of any number.

The two's complement of 01100101 is 10011011.
The two's complement of five is 1011 in the four-bit system. It is 11111011 in the eight-bit system.
Notes:
The point about word-length is extremely important. One cannot arrive at a definite two's complement for any number unless the word length is first known!

Question 6


In a computer system that represents all integer quantities using two's complement form, the most significant bit has a negative place-weight. For an eight-bit system, the place weights are as follows:



Given this place-weighting, convert the following eight-bit two's complement binary numbers into decimal form:

010001012 =
011100002 =
110000012 =
100101112 =
010101012 =
101010102 =
011001012 =



010001012 = 6910
011100002 = 11210
110000012 = −6310
100101112 = −10510
010101012 = 8510
101010102 = −8610
011001012 = 10110

Notes:
Students accustomed to checking their conversions with calculators may find difficulty with these examples, given the negative place weight! Two's complement notation may seem unusual at first, but it possesses decided advantages in binary arithmetic.

Question 7


In an eight-bit digital system, where all numbers are represented in two's complement form, what is the largest (most positive) quantity that may be represented with those eight bits? What is the smallest (most negative) quantity that may be represented? Express your answers in both binary (two's complement) and decimal form.

Largest (most positive): 011111112 = 12710
Smallest (most negative): 100000002 = −12810
Notes:
The most important concept in this question is that of range: what are the limits of the representable quantities, given a certain number of bits. Two's complement just makes the concept a bit more interesting.

Question 8


Two's complement notation really shows its value in binary addition, where positive and negative quantities may be handled with equal ease. Add the following byte-long (8 bit) two's complement numbers together, and then convert all binary quantities into decimal form to verify the accuracy of the addition:





Notes:
Have your students do some of these problems on the board, in front of class for all to see. Ask students what happens to the left-most "carry" bit, if it exists in any of these problems. Ask them why we do what we do with that bit, when we would usually place it in our answer.

Question 9


Add the following eight-bit two's complement numbers together, and then convert all binary quantities into decimal form to verify the accuracy of the addition:





Follow-up question: Why are some of these answers incorrect? Hint: perform the additions in decimal form rather than binary form, and then explain why those answers are not represented in the binary answers.
Notes:
This question introduces students to the phenomenon of overflow. This is a very important principle to understand, because real computer systems must deal with this condition properly, so as not to output incorrect answers!

Question 10


How is it possible to tell that overflow has occurred in the addition of binary numbers, without converting the binary sums to decimal form and having a human being verify the answers?

Check the sign bit of the answer, and compare it to the sign bits of the addend and augend.
Challenge question: under what condition(s) is overflow impossible? When can we add two binary numbers together and know with certainty that the answer will be correct?
Notes:
Later, this concept of overflow checking should be applied to a real circuit, with students designing logic gate arrays to detect the presence of overflow. First, though, they must learn to recognize its presence analytically.

Question 11


What is a floating-point number in a digital system?

"Floating-point" numbers are the binary equivalent of scientific notation: certain bits are used to represent the mantissa, another collection of bits represents the exponent, and (usually) there is a single bit representing sign. Unfortunately, there are several different ßtandards" for representing floating-point numbers.
Notes:
Ask your students why computer systems would have need for floating point numbers. What's wrong with the standard forms of binary numbers that we've explored thus far?

Binary addition


Adding binary numbers is a very simple task, and very similar to the longhand addition of decimal numbers. As with decimal numbers, you start by adding the bits (digits) one column, or place weight, at a time, from right to left. Unlike decimal addition, there is little to memorize in the way of rules for the addition of binary bits:


0 + 0 = 0
1 + 0 = 1
0 + 1 = 1
1 + 1 = 10
1 + 1 + 1 = 11


Just as with decimal addition, when the sum in one column is a two-bit (two-digit) number, the least significant figure is written as part of the total sum and the most significant figure is "carried" to the next left column. Consider the following examples:


.                          11  1 <--- Carry bits ----->  11
.     1001101             1001001                     1000111
.   + 0010010           + 0011001                   + 0010110
.   ---------           ---------                   ---------
.     1011111             1100010                     1011101